শুক্রবার থেকে শ্রীমঙ্গলে ৭দিন ব্যাপী নামাজ কোর্স শুরু

    0
    292

    মিনহাজ তানভীরঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৭ দিন ব্যাপী নামাজ কোর্স এর আয়োজন করা হয়েছে।জানা গেছে,ইসলাম মানবতার ধর্ম এবং এ কথা সর্বজনবিদিত।ইসলামের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহকাল ও পরকালে পাপী উম্মাতের এক মাত্র কাণ্ডারী যিনি ঈমান আনয়নের পর পর যে সমস্থ ইবাদতের কথা বলেছেন এর মধ্যে নামাজ বা সালাহ সর্বোত্তম।প্রায় সাড়ে ১৪শত বছরের অধিক সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত নামাজের সহীহ নিয়ম কানুনের ধারাবাহিক পদ্ধতি মুসলিম সমাজের অনেক ক্ষেত্রে অবহেলিত। ফলে শতকরা ৯০ ভাগ মুসুল্লিদের নামাজে প্রয়োজনীয় উপাদান অনুপস্থিত।

    এ রকম উদাসীনতার কবল থেকে মুক্তির লক্ষ্যে দাওয়াতে ইসলামী বাংলাদেশ এক মহতী উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। মৌলভীবাজার জেলার দাওয়াতে ইসলামীর প্রতিনিধি ইসমাইল হোসেন আত্তারীর সাথে আমাদের এ প্রতিনিধির কথা হলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ্‌ ! আপনারা জেনে খুশি হবেন যে,আগামী ৩০ নভেনবর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গাউছুল আজম জামে মসজিদে ৭ দিন ব্যাপী নামাজ কোর্স এর আয়োজন করা হয়েছে।

    নামাজ কোর্সে প্রশিক্ষণ প্রদানের জন্য দাওয়াতে ইসলামীর প্রশিক্ষণ প্রাপ্ত মোবাল্লিগগণ উপস্থিত থাকবেন বলে তিনি জানান। সহীহ ভাবে নামাজ আদায়ের লক্ষ্যে যারা নামাজ কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী,তাদেরকে এই ০১৭২২৫৯৪০১৮,০১৭৭৫৯৯৯০৩৬ নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দাওয়াতে ইসলামীর স্থানীয় কর্তৃপক্ষ।