শুক্রবারে বিক্ষোভও গায়েবানা জানাজা:মির্জা ফখরুল

    0
    261

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরআজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি আগামী শুক্রবার সারা দেশে গায়েবানা জানাজা হবে বলে দলীয়  কর্মসূচি ঘোষণা করেন ।হরতালে  সারাদেশের  সার্বিক চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিন দিনের হরতালে পুলিশসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত ও হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ হবে।

     এছাড়া হরতালে নিহতদের স্মরণে আগামী শুক্রবার জুমার নামাজের পর গায়েবানা জানাজা হবে বলেও জানান তিনি।ফখরুল বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেয়া হয়েছে। গায়েবানা জানাজাও নয়াপল্টনেই  হবে।৬০ ঘণ্টার হরতালে বিরোধী দলের ১৮ জন নেতাকর্মী খুন হয়েছেন(?) দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, হরতাল চলাকালে আহত হয়েছেন সাত হাজার ৫২ জন। এছাড়া ২৬শ’ ৩০ জন গ্রেফতার এবং ৮২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

    সংলাপের উদ্যোগ প্রসঙ্গে ফখরুল ইসলাম বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে সংলাপ নিয়ে সাজানো নাটক করা। সে নাটক দেখিয়ে তারা সংলাপ সংলাপ খেলা শুরু করেছে।তিনি বলেন, সংলাপের দায়িত্ব সরকারের, এর উদ্যোগ সরকারকেই নিতে হবে। না হলে উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।