শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ্‌র নিয়ামত পাওয়া সম্বব

    0
    228

    “আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মুহাম্মদ আব্দুল্লাহ আল আইদারুছ”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জানুয়ারী,মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলঃ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মক্কা মুকাররামার মসজিদুল খায়র-এর সম্মানিত খতীব সায়্যিদ আল-হাবীব মুহাম্মদ আব্দুল্লাহ আল আইদারুছ বলেছেন,  আমরা জিহ্বাদিয়ে আল্লাহ্‌র শুকরিয়া আদায় করব, আমাদের হাত আল্লাহর অনেক বড় নিয়ামত, আমরা এই হাত আল্লাহ্‌র ইবাদতের কাজে লাগাবো। আর এই হাত দিয়ে যদি মদ্যপান করি বা পাপাচার করি তাহলে আল্লাহ আমাদের এই হাত থেকে নেয়ামত তুলে নিবেন। মাদরাসা গুলো হচ্ছে আল্লাহ্‌র নিয়ামত। সবাই মাদরাসায় সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের সন্তানকে মাদরাসায় পড়াবেন। মাদরাসায় সহযোগিতার মাধ্যমে আল্লাহ্‌র নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়।

    তিনি আজ (সোমবার) বিকেলে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মাদরাসা সফরকালে মানিককোনা দারুল কিরাত সুন্নীয়া দাখিল মাদরাসায় আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সফরসঙ্গী হিসাবে উপস্তিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাব্বির আহমদ, কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, লতিফিয়া দারুল হাদীস লন্ডনের সেক্রেটারি মাওলানা আবুল হাসান, ছিলছিলাহ ইসলামি সোসাইটির পরিচালক আলহাজ্ব জসীম উদ্দীন, সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি সাইফুর রহমান চৌধুরী শিপু, সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ্‌।

    সোমবার বিকেলে তিনি ফেঞ্চুগঞ্জে এসে পৌছান। এ সময় তাকে শুভেচ্ছা জানান ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের নেতৃবৃন্দ।