শিশুদের সৃজনশীলতা বিকাশে কাজ করছে কচি  

    1
    279

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫মার্চঃ অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, আজকের শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদেরকে সঠিকভাবে পরিচর্চা করতে পারলে আমাদের সমাজকে তারাই আলোকিত  করে গড়ে তুলবে। তাদের সৃজশীল প্রতিভাকে বিকশিত করতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ করে দিতে হবে। আর তাদের এই সৃজনশীলতার বিকাশে কাজ করছে ছোটকাগজ কচি। ছোটদের ছোট কাগজ কচির মার্চ-এপ্রিল সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সন্ধায় সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বইমেলায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

    কচির সম্পাদক তোফায়েল সিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট রেজাউল করিম।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যের ছোট কাগজ পিঁপড়ার সম্পাদক মিনহাজ ফয়সাল, কচির নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, কবি মাইম চৌধুরী, কচির ব্যবস্থাপনা সম্পাদক সপ্তদীপ রায়, সহ-সম্পাদক নাফিউল আদনান, সম্পাদনা সহযোগী আবিদ সালমান, ব্যবস্থাপনা সহযোগী ফাতেমা সুলতানা অন্না, তানভীর তালুকদার, এহসানুল করিম কাওছার, কবি উম্মে সুমাইয়া তাজবিন নীলা।

    উল্লেখ্য ১৫ বছর থেকে প্রকাশিত হচ্ছে ছোটদের ছোট কাগজ কচি।