শিবিরের সাথে জকিগঞ্জ পুলিশের সংঘর্ষ ২পুলিশ আহত

    0
    444

    আমারসিলেট24ডটকম,১০ডিসেম্বর,কানাইঘাট প্রতিনিধিকানাইঘাটের সড়কের বাজারে ঈদগাহ নামক স্থানে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সাথে জকিগঞ্জ থানা পুলিশের ধাওযা পাল্টা ধাওয়ায় পুলিশের এক এস.আই. সহ দুই কনস্টেবল আহত আহতের খবর পাওয়া গেছে। জানা যায়, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সড়কের বাজার সংলগ্ন সিলেট-জকিগঞ্জ সড়কের ঈদগাহ নামক স্থানে রাস্তা অবরোধ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করছিল।

    সকাল ১০টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একদল সদস্য সেখানে গাড়ী থেকে নেমে পিকেটারদের ধাওয়া দেয়। এসময় জামায়াত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ ২রাউন্ড ফাকা গুলি ছুড়ে। এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পুলিশের উপর পাল্টা হামলা চালিয়ে জকিগঞ্জ থানার এস.আই. শাহ আলম ও পুলিশের দুই সদস্যকে বেধড়ক মারধর করে। হামলায় এস.আই. শাহআলমের মাথা ফেটে যায়। তাঁকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সড়কের বাজারে অবস্থানরত কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।

    হরতালকারীদের অভিযোগ জকিগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য গাড়ী থেকে নেমেই গুলিবর্ষন শুরু করলে ধান কাঁটার কৃষকরা প্রতিবাদ করলে এতে বেশ কয়েকজন আহত হন। অপরদিকে অবরোধ ও হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা কানাইঘাটের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করে। তবে হরতাল অবরোধ চলাকালে পৌর শহরে দোকান পাট, ব্যাংক-বীমা খোলা ছিল। দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অটোরিক্সাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।