শিক্ষিকা ধর্ষণ প্রতিবাদে নবীগঞ্জে শিক্ষক সমিতির মানববন্ধন

    0
    373

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৯আগস্ট,মতিউর রহমান মুন্না,নবীগঞ্জ প্রতিনিধি: “শিক্ষক সুরক্ষা আইন চাই” এই দাবী’কে সামনে রেখে বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়েছে।

    সোমবার বিকালে উপজেলার নতুন বাজার মোড়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কৃপেশ চন্দ্র দাশ,সাবেক সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়, ভবানী শংকর ভট্টাচার্য,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, ফনী ভুষণ রায়,সহ-সাংগঠনিক সম্পাদক সমীরণ কিশোর দাশ,আব্দুল মজিদ, সুজিত চন্দ্র দাশ,রাজীব দাশ, আব্দুল মতিন, পলাশ রতন দাশ,কামরুজ্জামান চৌধুরী অপু,যুগ্ম সম্পাদক সমীরণ দে সহ বিভিন্ন  প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে শিক্ষক সমিতির নেতারা শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সারা দেশে শিক্ষক-শিক্ষিকা নির্যাতনের সুষ্ঠ বিচার নিশ্চিত করনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।