শিক্ষাখাতে ৩০শতাংশ বরাদ্দ নিশ্চিতের দাবী ছাত্রসেনার

    0
    214

    “ইসলামী ফ্রন্ট নগর উত্তর সভাপতি নঈম উল ইসলামের সকাশে পলিটেকনিক ছাত্রসেনার নেতৃবৃন্দ”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মেঃ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর উত্তর সভাপতি আলহাজ্ব নঈম উল ইসলাম বলেন, আসন্ন ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ৩০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। প্রান্তিক পর্যায়ে শহরের সমনিয়মে শিক্ষার সুব্যবস্থা নিশ্চিত করতে হলে বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, বর্তমানে অর্থনৈতিক ও বৈষয়িক বিষয়ে বাংলাদেশ এগিয়ে গেলেও মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় পিছিয়ে যাচ্ছে।

    বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নেতৃবৃন্দের সাথে আজ ২১ মে সোমবার সকালে মতবিনিময়কালে তিনি উপর্যুক্ত বক্তব্য রাখেন। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ গোলাম মোস্তফা।

    ছাত্রসেনা পলিটেকনিক ইনস্টিটিউটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ জিয়াউদ্দীন রায়হানকে, সাধারণ সম্পাদক মুহাম্মদ সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মেজবাহ, মুহাম্মদ ইকবাল হোসেনসহ সকল নেতৃবৃন্দ।