শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

    0
    237

    রাজধানী ঢাকায় হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান।

    আজ সোমবার সকালে উড্ডয়নের পরপরই পাখির সঙ্গে ধাক্কা লাগায় ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের বিমানটি একই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

    বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সাংবাদিকদের জানান, বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮টায় শাহজালাল বিমানবন্দর থেকে কক্সবাজারে উদ্দেশ্যে রওনা হয়।

    তিনি বলেন, উড্ডয়নের পরপরই বিমানের ককপিটে থাকা ক্রু লক্ষ্য করেন বার্ড হিট হয়েছে। পরে পাইলট বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই জরুরি অবতরণ করান।

    তবে জরুরি অবতরণের পর প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা শেষে অল্প সময়ের মধ্যেই ফ্লাইটটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বলেও জানান শাকিল মেরাজ।

    প্রসঙ্গত, এর আগে গত ৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই আরেকটি ড্যাশ-৮ কিউ ৪০০ বিমান ৩৫ জন আরোহী নিয়ে মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এতে উড়োজাহজটি মাঝ বরাবর ভেঙে যায়, আহত হন বিমানটির অনেক যাত্রী।