শহীদ বুদ্ধিজীবী দিবসে একজন লেখক’র চিরকুট

0
571

শহীদ বুদ্ধিজীবী দিবসে আমি একজন মুক্তমনা প্রগতিশীল রাজনৈতিক কর্মী লেখক ও সাংবাদিক হিসেবে নীরব বসে থাকতে পারিনা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে গোটা বাঙালী জাতিকে মেধাশূন্য করার প্রয়াসে, পশ্চিমা হায়নাদের নীলনকশায় দেশীয় দালালরা আমাদের মেধাবী অধ্যাপক, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রগতিশীলদের বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে নির্মমভাবে।
যে কারণে জাতি আজ বিনম্র শ্রদ্ধা ভরে শহীদানদের উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবী দিবস পরম শ্রদ্ধা ভরে পালন করছে।আমরাও সেই সাথে শ্রদ্ধা নিবেদন করছি, শহীদানদের বেদীমূলে।

লেখক,সাংবাদিক ও রাজনীতিবিদ চৌধুরী নীহারেন্দু হোম (নীহার সজল) শ্রীমঙ্গল।