লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত-৩,আহত-১৫

    0
    259

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডবগ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায়৩জন নিহত ১৫জন আহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরাজ মোল্যার সমর্থক মোক্তার মোল্যা (৫০), হাবিল মোল্যা (৪৫) রফিক মোল্যা (৪০) এদের মধ্যে মোক্তার মোল্যার ভাইপো হাবিল মোল্যা।

    আহতদের স্বজন এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল জেলা পরিষদের সদস্য গন্ডবগ্রামের সুলতানুজ্জামান বিপ্লব গ্রুপের সাথে একই গ্রামের মিরাজ মোল্যা গ্রুপের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। 

    বুধবার দুপুরে প্রথম দফা হামলার ঘটনায় ছুটিতে বাড়িতে আসা ঢাকায় পুলিশ বিভাগে কর্মরত এএস আই উচমান গনি আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মিরাজ মোল্যার পক্ষের লোক।

    দুপুর দুইটার দিকে দ্বিতীয় দফা বিপ্লব গ্রুপের লোকজন ঢাল, সড়ক সহ দেশীয় অস্ত্রশস্ত্রাদি নিয়ে হামলা চালায়।  এসময় মিরাজ মোল্যার সমর্থকরাও প্রতিরোধ করার চেষ্টা করে। আধাঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে বিপ্লব গ্রুপের সমর্থকদের হামলায় মিরাজ মোল্যার পক্ষের মোক্তার মোল্যা, হাবিল মোল্যা, রফিক মোল্যা, মিজান মোল্যা, জুয়েল, ইনতাজ, সাইফুল, খবির মোল্যা, ইকরাম মোল্যা, নজরুল মোল্যা, সাগর মোল্যা গুরুতর আহত হন। এসময় বিপ্লব গ্রুপেরও কয়েকজন আহত হন। 

    আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে মিরাজ মোল্যা গ্রুপের মোক্তার মোল্যা (৫০) হাবিল মোল্যাকে (৪৫) মৃত ঘোষনা করেন। এছাড়া আশংকাজনক অবস্থায় রফিক মোল্যাকে (৪০) খুলনা মেডিকেল কলেজ হাপসাতালে নেয়ার পথে ফুলতলা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। আহত অন্যান্যরা নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

    লোহাগড়া থানার অফিসার ইযনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।