লোহাগড়া ঐক্যফ্রন্ট প্রার্থীর অফিস ভাংচুরের অভিযোগ

    0
    197


    নড়াইল প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এ.জেড. এম. ড. ফরিদুজ্জামান (ফরহাদ) এর লোহাগড়া উপজেলা সদরের নির্বাচনী (ধানের শীষ প্রতীকের) কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ এর নেতৃত্বে নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় চার নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। ফলে, পূর্বনির্ধারিত কর্মীসভা পন্ড হয়ে যায়। ঘটনার কিছুসময় পর ড. ফরিদুজ্জামান তাঁর বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আকরামুজ্জামান মিলু, নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, মোহাম্মদ হোসেন মহত, কাজী সুলতানুজ্জমান সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, লোহাগড়া পৌর কাউন্সিলর মিলু শরীফ, লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল জমাদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রিকাত, লোহাগড়া আদর্শ কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম সবুজ, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান, এনপিপি’র কেন্দ্রীয় নেতা শরীফ মুনীর হোসেন প্রমুখ।
    এদিকে ছাত্রলীগ নেতা রাশেদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
    এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কেউ লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।