লোহাগড়ার বাজার রক্ষায় নদী শাসন বাঁধ প্রকল্পের উদ্বোধন

    0
    206

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩মার্চ,নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া উপজেলার শিয়েরবর বাজারকে মধুমতি নদীর ভাঙ্গন থেকে রক্ষায় নদী শাসন বাঁধ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ মার্চ) দুপুরে বালুভর্তি জিও ব্যাগ ভাঙ্গন কবলিত স্থানে ফেলে প্রকল্পের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ শেখ হাফিজুর রহমান। ৭৯ লাখ টাকা ব্যয়ে ১ শত ৫০ মিটার নদী ভাঙ্গন এলাকা রক্ষায় প্রাথমিকভাবে এ কাজ শুরু হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে আজিজ-আশরাফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আশরাফ আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপ-ভূমি সংস্কার কমিশনার এসএম রইজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার দক্ষিণ পশ্চিমা ল প্রধান প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অখিল কুমার বিশ^াস, নড়াইল জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদার, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবু দাউদ মোল্যা, শিক্ষাবিদ ও সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এম আরাফাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এম গোলাম কবির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মুন, শালনগর ইউপি চেয়ারম্যান খান তসরুল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।