লোহাগড়ায় পৌরনির্বাচনে নৌকার মাঝি সৈয়দ মসিউর,ভোট গ্রহণ ২ নভেম্বর

0
484
লোহাগড়ায় পৌরনির্বাচনে নৌকার মাঝি সৈয়দ মসিউর,ভোট গ্রহণ ২ নভেম্বর

সুজয় বকসী, নড়াইল প্রতিনিধিঃ আগামী ২ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে নড়াইলের লোহাগড়া পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিউর রহমান।  

বৃহস্পতিবার ৭ অক্টোবর ২০২১ ইং তারিখ রাতে তাঁর মনোনয়ন চূড়ান্ত হল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

এদিকে নৌকার টিকিট পাওয়া আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মসিউর রহমানকে অভিভন্দন জানিয়েছেন।

জানা গেছে, আগামী ২ নভেম্বর ২০২১ তারিখে লোহাগড়া পৌরসভায়  ইভিএম এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন জানান, গত ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন কর্তৃক লোহাগড়া পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৯ জন।

এরা হলেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন,  সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিকদার আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য মোসাঃ লিপি খানম, পৌর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আকরাম আলী আখিদুল ও যুবলীগ নেতা মহসিন উদ্দিন।

এসব প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। কেন্দ্রীয়ভাবে বৃহস্পতিবার ৭ অক্টোবর দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমানকে।

এদিকে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দনের ঝড় বইছে। এর আগে দুপুর থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে দলীয় মনোনয়ন পেয়েছেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। তখন দলীয় নেতাকর্মীরা মুন্সী আলাউদ্দিনকে অভিনন্দন জানাতে থাকেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, বাছাই ১১ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর ২০২১।