লেখক ও সংগঠক এম সেলিম খাঁন চাটগামীর ইন্তেকালে শোক

    0
    246

    তৈয়্যবিয়া সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য, আনজুমান ট্রাস্টের আজীবন সদস্য, ‘পথের দিশা দেখালেন যারা’ ও ‘সিরাত্বাল মুসতাক্বিম দেখালেন যারা’-সহ অসংখ্য ম্যাগাজিন ও বুলেটিনের সফল প্রকাশক, চাক্তাই এর বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সেলিম খান চাঁটগামী ২৭ এপ্রিল সোমবার রাত ২টায় নগরীর পাঁচলাইশ পার্কভিউ হসপিটালে চিকিৎসাধীন আবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজেউন)।

    মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে ইন্তেকাল করেন।

    তার ইন্তেকালে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী, নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি ইদ্রিচ রেজভী, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, পীরে তরিক্বত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সহ-সভাপতি আলহাজ¦ মুহাম্মদ মহসীন, জেনারেল সেক্রেটারী আলহাজ¦ মুহাম্মদ আনোয়ার হোসেন, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দীন আহমদ আল-মাইজভান্ডারী, পীরে তরিক্বত সৈয়দ বদরুদ্দোজা বারী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আলকাদেরী, স উ ম আব্দুচ সামাদ, সৈয়দ মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী, আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, আনজুমানে খোদ্দামুল মোসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী, কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী, আল্লামা নুর মুহাম্মদ আলকাদেরী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, পীরে তরিক্বত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক মনছুর দৌলতী, সম্পাদক হাফেজ আহমদ আলকাদেরী, উত্তর জেলার সভাপতি মাওলানা কদম রসুলী, সম্পাদক এস এম ইয়াসিন হোসাইন হায়দারী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এম এন ইসলাম জিহাদী, সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন আলকাদেরী, কাজী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, মাস্টার মুহাম্মদ ইছমাইল হোসেন, আন্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্ট সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, যুবসেনা কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ গোলাম মুহাম্মদ মানিক ভুঞা, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি জি এম শাহাদত হোসাইন মানিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন তুষার, সুন্নী নাগরিক ঐক্য পরিষদের সচিব অধ্যাপক মুহাম্মদ কাওসার হামিদ, হিজরী নববর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মহাসচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মহাসচিব শায়ের নাজিম উদ্দিন, মাদ্রাসা ছাত্র ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস, মহাসচিব মুহাম্মদ মিজানুর রহমান, বিএম ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে এস এম ইকবাল বাহার, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ রবিউল মোস্তফা প্রমূখ আজ ২৮ এপ্রিল এক যুক্ত বিবৃতিতে বলেন, বৈশ্বিক এ চরম দুর্যোগময় মুহূর্তে তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি।

    মরহুম মুহাম্মদ সেলিম খান চাঁটগামী লিখনীর মাধ্যমে ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। সুন্নি জনতা একজন দক্ষ সংগঠককে হারিয়েছেন। তাঁর ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সুন্নি জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

    নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, মরহুমের নামাজের জানাযা ২৮ এপ্রিল সকাল ১১টায় পটিয়া হুলাইন ফখর খান শাহী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের ইমামতি করেন আলহাজ্ব মাওলানা ফরিদুল আলম রেজভী। শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন র্কায সম্পন্ন হয়।প্রেস বার্তা।