“লালবাবু কালু”হত্যাকারীসহ আটক-৩

    0
    269

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪এপ্রিল,হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি:  সীমান্তবর্তী উপজেলা জুড়ীতে ৩গরু চুর ও বহুল আলোচিত বিষয় হলো “লালবাবু কালু” হত্যাকারীকে আটক করার খবর পাওয়া গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪/৫ মাস থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরু চুরির হিড়িক পড়েছে।জুড়ীতে বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক গরু চুরি হয়েছে তা জানিয়েছে বিভিন্ন গ্রামের ভোক্তভোগী কৃষক-জনসাধারণ।

    জানা যায়, জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউপি’র আমেরিকা প্রবাসী সালেক সানীর একটি গরু গত বৃহস্পতিবার রাতে তাদের বাড়ী থেকে চুরি হয়ে যায়।চুরি হওয়ার ১০ ঘন্টার মাথায় গরুর মালিকপক্ষে সালেক সানী ফেইসবুক আইডিতে “চুর ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার” ঘোষনার দিনের মাথায় প্রকৃত চুর অাটক করতে সক্ষম হন স্থানীয় এলাকাবাসী।
    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩/৪) উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মার বসতবাড়ী ছোটধামাই থেকে কামরুল ইসলাম নামে এক চুর গরু নিয়ে যাওয়ার সময়ে পথিমধ্যে এলাকাবাসী হাতেন আটক করে সন্দেহজনক মনে করে গণধোলাই দেয়।প্রথমে একজনকে আটক করে জনতা গনধোলাই দিলে তার স্বিকারোক্তি অনুযায়ী চুরের সাথে জড়িত আরো ২ জনকে আট করা হয়।

    আটককৃতরা হলো উপজেলার পূর্ব ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রব মিয়ার ছেলে কামরুল ইসলাম (২ গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের আব্দুল হান্নানের ছেল জসিম উদ্দিন (৩০) ও বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে চরণী বিশ্বাসের ছেলে লক্ষণ বিশ্বাস ওরফে কাওছার (৩০)।মঙ্গলবার রাত ১১ টার দিকে আটককৃতদের জুড়ী থানা পুলিশে হাতে তুলে দেন ভাইস চেয়ারম্য রঞ্জিতা শর্ম্মা। বর্তমানে চুর জুড়ী থানা পুলিশের হেফাজত আছেন।

    জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, আটককৃতরা থানা পুলিশের হেফাজতে আছে। এ এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
    এদিকে আটককৃত চুরদের তথ্য প্রদানকারী কে সেই ৫ লাখ টা পুরস্কার বিজয়ী সেটা জানতে কৌতুহল সৃষ্টি হয়েছে এলাকায়।
    কৌতুহলী জনতা পুরস্কার ঘোষি আটক ৩ চুরকে একনজরে দেখতে রাত পর্যন্ত ভীড় জমান ছোটধামাই গ্রামে মহিলা ভাইস চেয়ারম্য রঞ্জিতা শর্মার বাড়ীতে।
    ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা জানান, ও খুব দুর্ধর্ষ চুর। সম্প্রতি আমার বাড়ীতে আমার পোষা “লালবাবু কালু ” কে বিষ পান করিয়ে হত্য করেছে।