লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে সাপ পাচার হচ্ছে !

    0
    303

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯অক্টোবর,জহিরুল ইসলামঃ  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাকৃতিক বনভূমি জাতীয় উদ্যান লাওয়াছড়া থেকে সাপ পাচার হচ্ছে বলে একটি গোপন সূত্রে জানা গেছে।

    সোমবার সকাল সাড়ে নয়টার দিকে একটি সাদা ম্যাইক্রো বাসে করে ৩/৪ জনের একটি দল ৩ টি খাঁচায় (কোয়েল পাখির খাচার মত) করে কিছু সাপ নিয়ে গেছে।তবে তাদের কে সাপ ধরতে দেখেনি ওই সূত্র। ম্যাইক্রোটিতে খাঁচা  তুলে নিয়ে শ্রীমঙ্গলের দিকে চলে আসে বলে জানায় ওই সূত্রটি।

    উল্লেখ্য-লাওয়াছড়া জাতীয় উদ্যানে জীব বৈচিত্র্য রক্ষায়  কিছু দিন পুর্বে ও অবমুক্ত করা হয়েছে বিভিন্ন প্রজাতির ২০ টি গোকরা ও ২ টি দারাশ সাপ ।  উদ্যানের জানকি ছড়া বনে বন্য প্রানী ব্যবস’াপনা ও প্রকৃতি সংরৰন বিভাগ এর কর্মকর্তারা এই সাপ গুলো অবমুক্ত করেন।