লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপসহ বিভিন্ন প্রাণী অবমুক্ত

    0
    238

    নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১টি কোবরা সাপ,১টি তক্ষক,১টি ফণিমনসা ও ১টি সবুজ বোড়াল সাপ অবমুক্ত করা হয়েছে।
    শুক্রবার দুপুরে এই প্রাণীগুলো অবমুক্তকালে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল) আসরাফুজ্জামান,মৌলভীবাজার রেঞ্জ কমকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া বিট কমকর্তা আনোয়ার হোসেন,বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব আর টিভি স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম,লাউয়াছড়ার ইকো ট্যুর গাইড এর সদস্য সাজু মারছিয়াং, আমার সিলেট এর প্রতিবেদক মো. জহিরুল ইসলামসহ প্রমুখ।
    বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব এ সময় জানান,বিভিন্ন সময়ে লোকালয়ে ধরা পড়া এই সব প্রাণীগুলোকে আমরা উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করে তোলে এগুলোকে আবার লাউয়াছড়ায় জাতীয় উদ্যানে প্রাণীগুলো অবমুক্ত করি।