লাউয়াছড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো এক মায়া হরিণ

    0
    222
    সোলেমান আহমেদ মানিক,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারে সংরক্ষিত জাতীয় উদ্যান লাউয়াছড়ার মধ্যদিয়ে বয়ে চলা রেললাইন এবং সড়কপথে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে মারা পড়ছে অসংখ্য নিরীহ বন্যপ্রাণী। আবারও দুর্ঘটনার শিকার হয়ে মারা পড়লো এক মায়া হরিণ।
    ২ জানুয়ারি বুধবার দুপুরে লাউয়াছড়ার ভেতরের রেল লাইনের পাশ থেকে একটি মৃত মায়া হরিণের নিথর দেহ উদ্ধার করেছে বন বিভাগ। আশংকা করা হচ্ছে ভোর রাতে কোন দ্রুতগামী ট্রেনের ধাক্কায় হরিণটি প্রাণ হারায়।
    মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মোনায়েম হোসেন জানান, বুধবার সকাল ১১টার দিকে রেললাইনের উপর মায়া হরিণটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষ করে আজ রাতেই হরিণের মৃতদেহটি মাটিচাপা দেয়া হবে। রেঞ্জ অফিসার আরো জানান, প্রায়ই এখানে বন্যপ্রাণীগুলো চলন্ত ট্রেন ও সড়কপথে গাড়ির চাকার নিচে প্রাণ হারাচ্ছে। তাই লাউয়াছড়ার মূল্যবান জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে লাউয়াছড়ার রেলপথ ও সড়কপথটি অন্যত্র স্থানান্তর করা অত্যন্ত জরুরি।