লকডাউন পরিস্থিতি দেখতে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ মাঠে

0
718
লকডাউন পরিস্থিতি দেখতে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি মাঠে
লকডাউন পরিস্থিতি দেখতে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি মাঠে

মিনহাজ তানভীরঃ সারা দেশের সাথে শ্রীমঙ্গলেও দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন।জেলা,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সচেতনতায় কাজ করে যাচ্ছে অবিরত।
বুধবার (৭ জুলাই ২০২১) দুপুরে সরেজমিনে শ্রীমঙ্গল শহরের লকডাউন পরিস্থিতি স্বচক্ষে দেখতে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আলহাজ্জ মোঃ আব্দুস শহীদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ শহরের বিভিন্ন সড়ক ঘুরে লোকদের সতর্ক করেন এ সময় অনেকের সাথে চিরাচরিত নিয়মে পথচারীদের সাথে হাসিঠাট্টা ও করতে দেখা যায় জনপ্রিয় এই নেতাকে।একপর্যায়ে শহরের চৌমুহনা চত্বরে করোনা পরিস্থিতি নিয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, ৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমান মুজুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, যুব লীগের পৌর্বজ শাখার সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরী প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও আমার সিলেট পত্রিকার প্রধান সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, এ ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর পুর্বে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে “করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আলহাজ্জ মোঃ আব্দুস শহীদ।
এসময় উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যকর, সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ, জনসমাগম কমিয়ে দূরত্ব বজায় রেখে মাস্ক পরে আসন্ন কুরবানির হাট পরিচালনাসহ নানা দিক নির্দেশনা দেন সাংসদ আব্দুস শহীদ।