রোহিঙ্গাদের পাশে মৌলভীবাজারের উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি

    0
    433

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪অক্টোবর,মামুন আহমেদঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের পক্ষ থেকে পাঁচবারের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক বিতারিত চট্রগ্রাম কক্সবাজার উখিয়ায় কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নং-২ এ রোহিঙ্গা পরিবারের পুরুষ,নারী ও শিশুর মধ্যে প্রায় ১০ লক্ষ টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করেন ৩ অক্টোবর মঙ্গলবার দুপুর আড়ায়টায়।

    এসময় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেন “আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রীমঙ্গল কমলগঞ্জের নির্বাচনী এলাকার পক্ষ থেকে আর্তমানবতার সেবায় নির্যাতিত রোহিঙ্গাদের আমার নির্বাচনী এলাকা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স,উত্তরা ১০ নং সেক্টর কল্যাণ সমিতি,যুক্তরাজ্য প্রবাসী নাজমুল ইসলাম ইমন ও আমার ব্যাক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক সাহায্য নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি।”

    তিনি স্থানীয় প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য,পুলিশ সদস্য,সকলের সহযোগিতার এই বিতরণ সম্পন্ন করেন।
    এসময় উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও মোঃ শহিদুল ইসলাম,কাজী মোঃ মনসুরুল হক পরিচালক হামদাদ ল্যাব লিঃ,উখিয়া প্রেস ক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক এসময় উপস্থিত ছিলেন।