রেলমন্ত্রী মুজিবুল হক এর কাছে ৯দফা দাবীতে স্মারকলিপি

    0
    227

    বিক্রমজিত বর্ধন,নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (১৭জুলাই) দুপুর ১:৩০ ঘটিকায় মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হক এমপি এর কাছে ঢাকা-সিলেট এবং সিলেট- চট্টগ্রাম রেলপথে ৪টি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুসহ ৯দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

    অন্যান্য দাবী গুলোর হচ্ছে,আজিমপুর হইতে সিলেট পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করতে হবে,প্রত্যেক ট্রেনে ২০ টি করে নতুন বগি দিতে হবে,এসি ও প্রথম শ্রেণীর আসন বাড়াতে হবে,ভৈরব, বি.বাড়ীয়া ও বড় স্টেশনের আউটারে ট্রেন থামিয়ে অবৈধ যাত্রী ওঠানামা ও মাদক পাচার, বাহির থেকে ট্রেনে ইট, পাথর ছোড়া বন্ধ, হিজড়েদের অসভ্য আচরণ বন্ধ ,গেট লক,টিকেট কালোবাজারি রোধ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়াসহ স্টেশনগুলো আধুনিকায়ন,পুরাতন স্টেশনগুলো চালু ও জনবল নিয়োগ,অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জমি ও স্থাপনাগুলো উদ্ধার করতে হবে। মাননীয় মন্ত্রী আন্তরিকভাবে স্মারকলিপি গ্রহণ করেন এবং তাৎক্ষনিক কিছু দাবী অতিরিক্ত মহাপরিচালককে ডেকে বাস্তবায়ন করতে নির্দেশ প্রদান করেন।

    স্মারকলিপি প্রদানের সময় যারা উপস্থিত ছিলেন: সিলেট বিভাগ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন পরিষদ এর প্রধান উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশন সম্মানিত সভাপতি সি এম তোফায়েল সামী, পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও কুলাউড়া উপজেলা সমিতি ঢাকার সম্মানিত সভাপতি এম এ রউফ, সিলেট সমিতি উত্তরা এর সম্মানিত সভাপতি ও পরিষদের নির্বাহী কমিটির সদস্য ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের ট্রেজারার ও পরিষদের সদস্য জসিম উদ্দিন আহমেদ, পরিষদের সমন্বয়ক ও বড়লেখা উপজেলা সমিতি ঢাকার সম্মানিত সভাপতি নাজমুল ইসলাম লাকী, পরিষদের আহ্বায়ক এম কে সোহেল, পরিষদের সদস্য সচিব এম এ সোবহান, পরিষদের সদস্যবৃন্দ হলেন: মাহবুব মোর্শ্বেদ ইমন, এম এ রউফ,ফাহমির হাবিব রুবেল, ফজলুর রহমান, আনোয়ার হোসেন শিপলু, সাইফুদ্দিন সফিক, আলমগীর হোসেন খান ইমন,সামশাদ হোসেন, মিজানুর রহমান, সুমন খানসহ আরো অনেকে।