রামের নামে মিছিলে হাতে অস্ত্র থাকবে না তো কি লাড্ডু থাকবে প্রশ্ন বিজেপি নেতার

0
449
রামের নামে মিছিলে হাতে অস্ত্র থাকবে না তো কি লাড্ডু থাকবে প্রশ্ন বিজেপি নেতার
মন্দিরে এসে পদযাত্রা শেষ করে সেখানেই বিধায়কের হাতে তুলে দেওয়া হয় অস্ত্র।

আমারসিলেট ডেস্কঃ  ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাম নবমী উৎসব পালনের সময় হিন্দুত্ববাদীরা অস্ত্র হাতে নিয়ে মিছিল করেছে। এর আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন, ‘রামের নামে মিছিলে হাতে অস্ত্র থাকবে না তো কি লাড্ডু থাকবে ?’

রোববার ১০ এপ্রিল পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলে বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে আয়োজিত রাম নবমীর শোভাযাত্রার মধ্যে তলোয়ার নিয়ে মিছিল করে সংগঠনটির কর্মী-সমর্থকরা। আজ চাঁচল শহরের ওই মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকদের ‘জয় শ্রী রাম’ স্লোগানের মধ্যে বেশ কিছু মানুষজন উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে দাপাদাপিসহ নৃত্য করেন।পার্সটুডে      

রাম নবমীর শোভাযাত্রার মধ্যে তলোয়ার নিয়ে মিছিল ২০১৯ সালের। ছবি সংগৃহীত

অন্যদিকে, মেদিনীপুরের খাইরুল্লা চক থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আজ রামনবমী উপলক্ষে মেদিনীপুরে যান হিরণ। সেখানে শোভাযাত্রা করে এলাকায় ঘোরেন বিধায়ক হিরণ। এরপর মন্দিরে এসে পদযাত্রা শেষ করেন তিনি। সেখানেই বিধায়কের হাতে তুলে দেওয়া হয় অস্ত্র। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তাঁর সাফাইতে বলেন, ‘এই অস্ত্র আক্রমণের জন্য নয়, আক্রমণ প্রতিহত করার জন্য।’ 

রাম নবমীর শোভাযাত্রার মধ্যে তলোয়ার নিয়ে মিছিল ২০১৮ সালের। ছবি সংগৃহীত

অন্যদিকে, আসানসোল লোকসভা উপনির্বাচনে আজ ছিল প্রচারের শেষদিন। তার আগে বিজেপির পক্ষ থেকে অন্ডালে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে যোগ দিয়েছিলেন রাজ্যের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।  সেখানে তিনি বলেন, তৃণমূল রামনবমীর কিছুই বোঝে না। যারা খুনখারাবির কাজ করে তারা রামের নাম নেয় কী করে? ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ‘রামভক্ত পার্টি’। রামনবমী আমাদের বড় উৎসব। সমাজের সবার সঙ্গে আমরাও সম্মিলিত হয়েছি এই উৎসবে। আজ অন্ডালের ওয়ার্কশপ কলোনি থেকে রামনবমী উপলক্ষে  মিছিলের আয়োজন করা হয়। সেখানে ছিলেন দিলীপ ঘোষসহ দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই।