রাবেত্বায়ে আহলে সুন্নাতের উদ্যোগে ইমাম আ’যম কনফারেন্স

    0
    214

    আগামী ৬ এপ্রিল শনিবার মুরাদপুরস্থ আপন গার্ডেন কমিউনিটি সেন্টার

     

    আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সংগঠন রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর উদ্যোগে আগামী ৬ এপ্রিল শনিবার বেলা ২টা হতে মুরাদপুরস্থ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে চতুর্থবারের মত ইমাম আ’যম কনফারেন্স’১৯ অনুষ্ঠিত হবে। উক্ত ইমাম আ’যম কনফারেন্স সফলকল্পে আজ ২৫ মার্চ সোমবার সকালে পাচঁলাইশ ষোলশহরস্থ সংগঠনের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠনের চেয়ারম্যান আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভীর সভাপতিত্বে এবং মহাসচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তারেকুল ইসলাম আলকাদেরী, মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা মুখতার আহমদ রজভী, হাফেজ ক্বারী মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা ইমরান হাসান কাদেরী, মাওলানা আবু ছাদেক রেজভী, মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী, মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, কাজী জোবায়ের হোসাইন কাদেরী, মাওলানা ইমরান হোসাইন কাদেরী, হাফেজ মুহাম্মদ আতিক, মুহাম্মদ রায়হানুল ইসলাম, মুহাম্মদ নিয়াজ মাখদুম ফারুখী, মুহাম্মদ আসাদুজ্জামান, মুহাম্মদ সাজিদ প্রমূখ।

    প্রস্তুতি সভায় বক্তারা বলেন, মাযহাব মানা ও স্বীকার করা ওয়াজিব। আহলে হাদিস নামে বিকৃত মতাদর্শী ধর্মীয় উপ-গোষ্ঠী যুগ যুগ ধরে চলে আসা ইসলামের বিধি-বিধানের বিরুদ্ধে ইচ্ছাকৃত বিষোদগার চালাচ্ছে। এই মাযহাব বিরোধীরা অবশ্যই পথভ্রান্ত এবং ওরাই জঙ্গিবাদে জড়িয়ে ইসলামের ভুল অনুশীলনে লিপ্ত। শবে বরাত, ইসালে সওয়াব, জিয়ারতের উদ্দেশ্যে সফর, কবরের নিকট কোরআন তিলাওয়াত ইত্যাদি মীমাংসিত ইসলামের বিধি বিধানের ব্যাপারে অনাবশ্যক বিতর্ক তৈরি করে লামাযহাবীরা মুসলমানদের ঈমান-আক্বিদা বিনষ্টের পাঁয়তারায় লিপ্ত।

    এদের বিরুদ্ধে সামাজিক জাগরণ ও জনসচেতনতার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন এবং আগামী ৬ এপ্রিল শনিবার বেলা ২টা হতে মুরাদপুরস্থ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে ইমাম আ’যম কনফারেন্স দেশবাসীকে যোগদান করার আহবান জানান।