রানীশংকৈলে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

    0
    276

    রানীশংকৈল, ঠাকুুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা’র সভাপতিত্বে ১৬ মে বৃহস্পতিবার উপজেলা হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।এ সময় তিনি আদিবাসী সম্প্রদায়ের ৯৩৪ জন শিক্ষার্থীদের মাঝে ৩ লক্ষ টাকার উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরন করেন।

    জানা গেছে, প্রধানমন্ত্রীর তহবীল থেকে ৯ লক্ষ ৬০ হাজার টাকা আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বাবদ (স্কুলবেগ, রং-পেনসিল, ওয়াটার পট,খাতা কলম ) ইত্যাদি বিতরন করা হয়।

    এ সময় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহয়িার আজম মুন্না, ওসি আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান সোহের রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম , এসিল্যান্ট সোহাগ চন্দ্র সাহা , ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ , আদিবাসী সংগঠনের সভাপতি সূগামুর্মু ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।