রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের আত্মীয়-স্বজনের মাঝে আর্থিক সহায়তা

    0
    207
    আমারসিলেট24ডটকম,১৬এপ্রিলঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজা দুর্ঘটনায় নিহত আরো ৫৩ জনের আত্মীয়-স্বজনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।আজ সকালে প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁও কার্যালয়ে এ ৫৩ জনের পরিবারের ৭৩ সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এ ৫৩ জনের পরিচয় পাওয়া গেছে।গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে এ পর্যন্ত মোট ২২ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৭’শ ২০ টাকা বিতরণ করেছেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর।রানা প্লাজা দুর্ঘটনায় আহত ৭’শ ৭৭জনকে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
    এছাড়া এ দুর্ঘটনায় নিহতদের ১৪ অনাথ শিশু রাজশাহী ক্যাডেট কলেজ হোমে আশ্রয় ও শিক্ষার সুযোগ এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে ১৭টি শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে।
    সূত্র জানায়, এ দুঃখজনক ঘটনায় যে ৩’শ শিশু তাদের বাবা-মা হারিয়েছে তাদের শিক্ষার সুযোগ প্রদানে সরকারের সব রকম প্রস্তুতিও রয়েছে।