রাজ্যে পিছিয়ে থাকলেও ইলেক্টোরাল ভোটে এগিয়ে বাইডেন

    0
    232

    ৫০টি অঙ্গরাজ্যের ৩১টির ফল,১৭টিতে বিজয়ী রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৪টি রাজ্যে জয়ী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩১টি অঙ্গরাজ্যের ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৭টিতে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ১৪টি রাজ্যে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তবে রাজ্যে পিছিয়ে থাকলেও ইলেক্টোরাল ভোটে এগিয়ে বাইডেন। এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ১৯২ ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্প পেয়েছেন ১১৪টি। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট। খবর বিবিসির

    এবার ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ার ইতিহাস গড়তে যাচ্ছে আমেরিকা। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

    এদিকে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত জো বাইডেন ২২৩টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদেক ট্রাম্প পেয়েছেন ১১৮টি ইলেক্টোরাল ভোট।

    ডোনাল্ড ট্রাম্প এবার পরাজিত হলে তা হবে ১৯৯২ সালে জর্জ ডব্লিউ বুশের পর প্রথম কোনো প্রেসিডেন্টের পুনঃনির্বাচনে হার। জাতীয় জরিপ বলছে, জো বাইডেন সুস্পষ্টভাবে এগিয়ে। যদিও প্রেসিডেন্ট হতে হলে মূল ব্যাটলগ্রাউন্ডগুলো জিতে আসতে হবে তাকে।

    মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় আর বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়)।

    ভোটের শুরুতেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এবার নির্বাচন-পরবর্তী সহিংসতার আশঙ্কা যেমন আছে, তেমনি আছে জয়-পরাজয় নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের সম্ভাবনা।

    পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে, সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আগে থেকেই বন্ধ রাখা হয়েছে। জনমত জরিপ সত্য হলে বাইডেনের সহজেই জয়ী হওয়ার কথা, এমনকি তার ভূমিধস জয়ও অসম্ভব নয়।

    তবে যুক্তরাষ্ট্রে ভোটের জটিল সমীকরণে আবারও ‘ট্রাম্পকম্প’ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্নেষকরা। তবে গাণিতিক হিসাবে বাইডেনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ আর ট্রাম্পের ১০ শতাংশ। মনে রাখতে হবে, ২০১৬ সালের নির্বাচনে এমন এক পরিস্থিতির মধ্যেই জয় ছিনিয়ে এনেছিলেন ট্রাম্প।