রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্ত কমিশনঃশিক্ষামন্ত্রী

    0
    236

    আমারসিলেট24ডটকম,০৩ফেব্রুয়ারীঃ সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিশৃঙ্খলার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে তদন্ত কমিশন গঠন করা হবে। আর তদন্তের মাধ্যমে যাদের নাম বেরিয়ে আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলছি, যাতে খুব দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যায়।
    উল্লেখ্য, রবিবার বিশ্ববিদ্যালয়ের সব প্রকার বর্ধিত ফি বাতিল ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মুহুর্মুহু হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এ সময় ৩০ জন গুলিবিদ্ধসহ অন্তত শতাধিক আহত হয়। এ ঘটনার পর রবিবার সন্ধ্যা ৭টার সময় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের সোমবার সকাল ৮টার মধ্যেই হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।ফলে শিক্ষার্থীদের  হল ত্যাগ করতে দেখা যায়।