রাজনগরে মানবতাবিরোধী মামলায় তদন্তের চূড়ান্ত প্রতিবেদন

    0
    246

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫মার্চ,ষ্টাফ রিপোর্টারঃ অপরাধের মামলায় বিরোদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন অপরাধের মামলায় বিরোদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন মৌলভীবাজারে রাজনগর উপজেলার চারজনের মানবতাবিরোধী একাত্তরে অপরাধের মামলায় বিরোদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

    মানবতাবিরোধী আসামিরা হলেন আব্দুন নুর তালুকদার ওরফে লাল মিয়া, আনিছ মিয়া, আকমল আলী তালুকদার, আব্দুল মোছাব্বির মিয়া। ৪ আসামির মধ্যে আকমল আলী তালুকদার গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছে। বাকি তিনজন রাজাকার  পলাতক রয়েছে। আসামিদের বিরোদ্ধে মানবতাবিরোধী অপরাধের দু’টি অভিযোগ আনা হয়েছে। ২৩ মার্চ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তন্তদ  সংস্থার ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধ মামলার এ ৩৮তম চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

    তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান, জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক ও তদন্তকারী কর্মকর্তা হরি দেবনাথ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জানান, আজ প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর  করা হবে  । এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করবেন প্রসিকিউশন। আব্দুল হান্নান খান জানান, ২০১৪ সালের ১২ অক্টোবর থেকে বুধবার পর্যন্ত মোট এক বছর ০৫ মাস ০১ দিনে আসামিদের বিরোদ্ধে তদন্ত সম্পন্ন করেছেন তদন্ত  কর্মকর্তা হরি দেবনাথ।