রাজধানীতে আগামী ৬ মার্চ থেকে “ইজতিমা” শুরু

    0
    278

    নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ইসলাম প্রচারে সহিহ আকায়েদের দাবীদার আহলে হক তথা আহলে সুন্নাতের অঙ্গসংগঠন দাওয়াতে ইসলামীর আয়োজনে আগামী ৬ মার্চ থেকে ৭ ও৮ মার্চ (বুধবার,বৃহস্পতিবার,শুক্রবার) পর্যন্ত শুরু হতে যাচ্ছে দা’ওয়াতে ইসলামী’র ৩দিনের সুন্নতে ভরা “ইজতিমা”।
    অন্যান্য বৎসরের ন্যায় এবারো সৌদি,কাতার,দুবাই,বৃটেন,আমেরিকা,ভারত ও সাউথ আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী বাঙ্গালী ইসলাম পিপাসুগণ ইলমে দ্বীন অর্জনের জন্য ইজতিমায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
    রাজধানী ঢাকায় হজরত শাজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার হজ্ব ক্যাম্প সংলগ্ন সিভিল এভিয়েশন ময়দানে ৩ দিনের আশেকে রাসুলদের অংশ গ্রহনে সুন্নাতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হবে।
    আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, চলতি মাসের আগামী বুধবার ৬ মার্চ সকাল ১০ টা হতে ইজতিমার কার্যক্রম শুরু হবে।
    ইজতিমার বিশেষ পর্ব শুক্রবার সকাল ১০টা হতে বয়ান, যিকর, তাসাউরে মদীনা, মোনাজাত, মিলাদ (দঃ) ও কিয়াম’র পরপরই জুমা আদায় শেষে ইলমে দ্বীন ও হুব্বে রাসুলের অনুকরণ অনুসরণের নিমিত্তে আশেকে রাসুলগণ মাদানী কাফেলায়  সারা দেশে সফর করবেন।
    যে কেহ ৩দিনের সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করে ঈমান ও আমলের শিক্ষা নিয়ে দুনিয়া ও আখিরাতের অশেষ নেকি অর্জন করার সুযোগ রয়েছে।

    উল্লেখ্য,৩দিনের সুন্নতে ভরা ইজতিমার অনুষ্ঠান সরাসরি মাদানী চ্যানেলের মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রচার করা হবে।
    যে কোন প্রয়োজনে যোগাযোগঃ ০১৭৭৫৯৯৯০৩৬, ০১৭২২৫৯৪০১৮।