রাঙ্গামাটিতে সংঘর্ষ ১৪৪ ধারা জারিঃআহত-১০

    0
    135

    আমারসিলেট24ডটকম,১০জানুয়ারীঃ আজ শনিবার সকালে রাঙ্গামাটিতে মেডিক্যাল কলেজ উদ্বোধন নিয়ে এক সংঘর্ষের পর সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

    সকাল ১০টার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় সরকার দলীয় ও বিরোধী পাহাড়িদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে কোতোয়ালি থানার ওসি সোহেল ইমতিয়াজের সূত্রে জানা যায়।

    পাহাড়িদের হামলায় ওসি নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আহত নয় জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তারা হলেন- ইব্রাহিম (২৪), আলমগীর (২৭), জহিরুল (২৭), জব্বার হোসেন (৫০), মনির (২১), জামাল হোসেন (২৫), হারুন (২৭), জাকির হোসেন (৩২) ও মোঃ মানিক (২১)।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও রাঙ্গামাটিতে নবনির্মিত ছয়টি এবং অন্যান্য স্থানে সেনা নিয়ন্ত্রিত পাঁচটি মেডিকেল কলেজের উদ্বোধন করেন।

    এর বিরোধিতা করে আজ শনিবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধ ডাকে পাহাড়ি ছাত্র পরিষদ।

    সকালে তারা কর্মসূচির সমর্থনে সড়কে নামার পর এক পর্যায়ে অবরোধ বিরোধিতাকারী সরকার সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।

    শান্তিচুক্তির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মেডিকেল কলেজ উদ্বোধন স্থগিত রাখার দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্র পরিষদ।সুত্রঃবিডি নিউজ।