রাঙ্গামাটিতে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন ৬ সেনা

    0
    242

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৩জুন,ডেস্ক নিউজঃ   রাঙ্গামাটির মানিক ছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশেপাশের মানুষ পাহাড় ধসের কারনে যখন চরম ভোগান্তিতে পড়েন তখন পাহাড় ধসের এলাকার পাশে থাকা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনাবাহিনী এসে উদ্ধার কাজ চালান। কিন্তু স্থানীয়দের উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন ৬ সেনা।

    স্থানীয়রা জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যায় শতশত মানুষ। এ সময় পাশে থাকা সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, উদ্ধার করতে এস তারাই মাটির নিচে চাপা পড়ে যান।
    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জনের লাশ আনা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন। বাকিদের নাম জানা যায়নি।
    এ ঘটনায় আহত আরও ৬ সেনাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হলেও প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় তা সম্ভব হয় নি। অন্যদিকে মানিকছড়ি থেকে রাঙ্গামটিতেও নেওয়া যাচ্ছে না আহতদেরকে। তাদেরকে স্থানীয়ভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।