রাঙামাটির লংগদুতে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

    0
    235

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৬জুন:   আজ শুক্রবার ১৬ই জুন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের আয়োজনে রাঙামাটির লংগদুতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল পৌরসভার সম্মুখে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের বক্তারা প্রশাসনের উপস্থিতিতে দুই শতাধিক আদিবাসীর ঘর বাড়ি পোড়ানোসহ বৃদ্ধ বৃদ্ধাকে জলন্ত অগ্নিদগ্ধ করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন ।

    এ ছাড়াও বক্তারা সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার প্রকৃত বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

    সমাবেশে বক্তব্য রাখেন শ্যামল দেববর্মা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সমিতি (সিলেট আঞ্চলিক শাখা), সুনিল কুমার মৃধা, সভাপতি বি.ডি.আর.এম (কেন্দ্রীয় কমিটি), পংকজ কন্দ, সভাপতি বাংলাদেশ আদিবাসি ফোরাম, (শ্রীমঙ্গল উপজেলা শাখা), রঞ্জু সিংহ (মণিপুরী যুবনেতা), দিপেন্দ্র ভট্টচার্য্য, (সদস্য সনাক, শ্রীমঙ্গল), সৈয়দ আমিরুজ্জামান, সম্পাদক মন্ডলী সদস্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, মৌলভীবাজার জোন, ভিমপল সিংহ, যুব ও ক্রীড়া সম্পাদক, বৃহত্তর সিলেট আদিবাসি ফোরাম, গীতা রানী কানু, আহ্বায়ক, বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরাম, পরিমল সিং বাড়াইক, সাংগঠনিক সম্পাদক বৃহত্তর সিলেট আদিবাসি ফোরাম, জিডিশন প্রধান সুচিয়াং, সহ সভাপতি বৃহত্তর সিলেট আদিবাসি ফোরাম, ফিলা পতমী, মহা সচিব বৃহত্তর সিলেট আদিবাসি ফোরাম।

    মানববন্ধনে বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রধান, চা জনগোষ্ঠী, মণিপুরী, ত্রিপুরী জনগোষ্ঠীর অনেক লোক উপস্থিত ছিলেন। প্রেসবার্তা