রবিবারের হরতাল প্রত্যাহার করেছে ১৮ দল

    0
    243

    ঢাকা, ১৫ মে : ঘূর্ণিঝড় মহাসেনের কারণে আগামী ১৯ মে রবিবারের হরতাল প্রত্যাহার করেছে ১৮ দলীয় জোট। আজ বুধবার সন্ধ্যায় দিকে এ হরতাল প্রত্যাহারের কথা জানানো হয়। এর আগে আজ বেলা ১১টার মধ্যে পূর্বঘোষিত সমাবেশ করার অনুমতি না দেয়ায় এ হরতাল আহ্বান করা হয়েছিল। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ কথা জানান। তিনি বলেন, মহাসেনের কারণে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত মানুষের দিক বিবেচনায় রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে।
    তারও আগে আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ হরতালের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, গত সোমবার আমরা ১৮ দলীয় জোটের সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। সেদিন প্রশাসনের অনুমতি না পেয়ে বুধবার আবার সমাবেশের ঘোষণা দেয়া হয়। কোনো যৌক্তিক কারণ ছাড়াই প্রশাসন তাদের সমাবেশ করার অনুমতি দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।