রংপুর জুড়ে বইছে নির্বাচনী হাওয়া

    0
    208

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮সেপ্টেম্বর,রংপুর থেকে মুকুট চৌধুরীঃ   আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ বিরাজ করছে নগরীতে। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষও উচ্ছ্বসিত। ব্যস্ত সময় পার করছেন সিটি মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহীরা।

    রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনী ময়দান চষে বেড়াচ্ছেন সরকারদলীয় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নবীন-প্রবীণ মিলে এক ডজনেরও বেশি প্রার্থী। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবুল কাশেম, রংপুর শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, শ্রী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, রাকিবুল বাসার, রাশেক রহমানসহ আরো কয়েকজন।

    প্রার্থীরা  নিজ নামে সেঁটেছেন রঙিন ব্যানার-পোস্টার। ৩০৬ বর্গকিলোমিটার আয়তনের পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। খেলার মাঠে ও মহল্লায় মহল্লায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে তুমুলভাবে। দম ফেলার ফুসরত নেই তাদের। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

    এসব ছাড়াও অনেকে ব্যস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটারকে কাজে লাগিয়ে আত্ম ও দলীয় প্রচারণায় । মেয়র প্রার্থীদের মাঝে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি তার ব্যক্তিগত ফেইসবুক আইডি ব্যবহারের পাশাপাশি ব্যক্তিনামে পেইজ খুলে প্রচারণা চালাচ্ছেন । সাফিউর রহমান নিয়ন্ত্রণাধীন তার ব্যক্তি নামে পরিচালিত ফেইসবুক পেজে লাইকের সংখ্যা ২১২১ । এদিকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ও যুব নেতা রাকিবুল বাসার রাকিবের নামে তার নিয়ন্ত্রণাধীন ফেইসবুক পেজে লাইকের সংখ্যা ৯৭৬৭৯ । আরেক মনোনয়ন প্রত্যশী রাশেক রহমানের ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৮২৫৮৬ । আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা এই তিনজনের ডিজিটাল প্রচারণাকে স্বাগত জানিয়েছেন নগরবাসী । জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এরশাদুল ইসলাম রঞ্জু বলেন , “মেয়র প্রার্থীদের এই ডিজিটাল প্রচারণা নির্বাচনে বেশ ভাল প্রভাব রাখবে , নগরীর শতকরা ৭০ভাগ তরুণ ভোটারই এখন ফেইসবুক ব্যবহারকারী ।এই তরুণদের মাঝে যিনি দ্রুত আলোড়ন তুলতে পারবেন তার ভোট অবশ্যই বাড়বে” ।