যে চুরির মাল ক্রয় করে সেও চোরঃএএসপি আশরাফুজ্জামান

    0
    344

    শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ ব্যবসায়ীদের সাথে পুলিশের সভা অনুষ্ঠিত।  

    নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসনের সাথে ভানুগাছ রোডস্থ ব্যসায়ীদের নবগঠিত কমিটির  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
    আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫ টায় শহরের ভানুগাছ  রোডস্থ একটি রেস্টুরেন্টে ভানুগাছ রোডের ব্যবসায়ী কল্যাণ সংগঠনের উদ্যোগে ব্যবসায়ী হাজী সিরাজুল ইসলাম খাঁনের সভাপতিত্বে ও ভানুগাছ রোড ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পাঠানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান (সার্কেল শ্রীমঙ্গল-কমলগঞ্জ), বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, ৭ নং ওয়ার্ডের  পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র-২) মীর এম এ সালাম, ৫ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মিল্লাদ হোসেন মিরাশদার ও ১ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর  মো. আলকাছ মিয়াসহ বিভিন্ন  ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
    এ ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট সম্পাদক আনিছুল ইসলাম আশরাফী।
    বক্তব্য রাখেন যথাক্রমে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সোহাগ,জুবায়েরসহ, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালিক ও প্রধান অথিতি সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক।
    আশরাফুজ্জামান আশিক তার দীর্ঘ বক্তব্যের এক পর্যায়ে বলেন,”শহরে বা গ্রামে যারা চুরি ডাকাতি  করে তাদের চুরি ডাকাতির মালামাল যারা ক্রয় করেন তারাও চোর,নিজের সামান্য লাভের জন্য অপরের কত টা ক্ষতি হচ্ছে তা ঐ সকল ব্যাবসায়ীদের ভাবা উচিত।” তিনি তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, এই এলাকায় চুরি,মাস্তানি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের কোন স্থান নেই,সে কেহই হোক আমাকে খবর দিবেন,সে যত বড় অপরাধীই হোক তার বুকের পাঁটা কত বড় আমরা দেখবো,আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদের সহযোগিতা করতে সর্বদা বাধ্য, এর আগে শ্রীমঙ্গল থানার কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালিক তার বক্তব্যে বলেন,এমপি স্যার,এসপি স্যার ও এএসপিস্যারের নির্দেশনা এই এলাকায় অপরাধের জিরো ট্রলারেন্স রাখা,আমরা সেই চেষ্টায় সবসময় আছি এবং থাকবো,সেই সাথে আপনাদের সহযোগিতা কামনা করি।
    উক্ত সভায় ব্যবসায় প্রতিষ্ঠানে চুরি ডাকাতি ঠেকানোসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।