যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করলে ভয়াবহ পরিমাণ ভোগ করতে হবে : ইরান

    0
    241

    আমার সিলেট ডেস্ক,২৫ আগস্ট : সিরিয়ায় হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে ‘ভয়াবহ পরিণাম’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করলেন ইরানের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। রবিবার বার্তা সংস্থা ফার্স ইরানের সশস্ত্র বাহিনীর উপস্টাফ প্রধান মাসুদ জাজায়েরির উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র চূড়ান্ত সীমা অতিক্রম করলে হোয়াইট হাউসকে ভয়াবহ পরিমাণ ভোগ করতে হবে।
    এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেছিলেন যে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তা ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম হিসেবে দেখা হবে এবং এর পরিণাম হবে মারাত্মক। রবিবার মার্কিন প্রতিরক্ষমন্ত্রী চাক হেগেল বলেন, মার্কিন সেনাবাহিনী সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।