যুক্তরাষ্ট্র থেকে গণতন্ত্র শেখার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

0
553
যুক্তরাষ্ট্র থেকে গণতন্ত্র শেখার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

আমার সিলেট ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের থেকে গণতন্ত্র শেখার কিছু নেই। আমেরিকা নিজেই গণতন্ত্র নিয়ে ঝামেলায় পড়েছে। তারা যে গণতন্ত্র সম্মেলন করছে, এটা নিয়ে খোদ তাদের দেশেই প্রশ্ন আসছে।
বৃহস্পতিবার ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে সম্মেলনে ডেকেছে। তাই সেখানে বাংলাদেশের নাম নেই। তবে এটা নিয়ে আমাদের কিছু করার নাই। এটা তাদের দায়দায়িত্ব।
যুক্তরাষ্ট্রের থেকে গণতন্ত্র শেখার কিছু নেই উল্লেখ করে ড. মোমেন বলেন, আমাদের গণতন্ত্র আমাদের লোকদের ওপর নির্ভর করে। অন্যের পরামর্শে আমরা কাজ করি না। আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করি। তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমাদের গণতন্ত্র স্থিতিশীল। আমাদের দেশে অত্যন্ত স্বচ্ছ একটি গণতন্ত্র আছে। এখানে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। যে নির্বাচনে দাঁড়াতে চায় সে সুযোগ পাচ্ছে। আমাদের দেশের সব লোক ভোট দিতে পারে। সেদিক থেকে আমরা অনেক অগ্রসর।