যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার উদ্বেগ

    0
    441

    ২৪ এপ্রিল : যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। পশ্চিম ইউরোপে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
    ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার উদ্বেগের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভারভ। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা গভীরভাবে খতিয়ে দেখছে রাশিয়া।
    ব্রাসেলসে ন্যাটো বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ ন্যাটোর মন্ত্রীদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানান ল্যাভারভ।
    এ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের বর্তমান পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে এ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হবে না বলে এমন নিশ্চয়তা দেওয়া হলে এতে আমাদের কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেও রাশিয়া প্রস্তুত।