যুক্তরাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের রহমান

    0
    293

    মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জর্জিয়ার স্টেট সিনেটর পদে নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর তাকে বিজয়ী ঘোষণা করেছে জর্জিয়া নির্বাচন বোর্ড।

    নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলারন কৃতি সন্তান শেখ রহমান সকল প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা এবং মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

    স্থানীয় গণমাধ্যমকে শেখ রহমান বলেন, সকলের আশীর্বাদে বহুজাতিক একটি সমাজে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার মধ্যে অন্যরকমের একটি আনন্দ রয়েছে যা আমাকে আরও সামনে এগোতে সহায়তা করবে। শেখ রহমানের নির্বাচনী এলাকার ভোটারের সংখ্যা ছিলো ১৪ হাজার ৯০৪ জন। এরমধ্যে শ’খানেক বাংলাদেশি আমেরিকান রয়েছেন। বাকিরা সবাই ভিন্ন ভাষা বর্ণ ও ধর্মের।

    উল্লেখ্য,কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের সন্তান শেখ রহমান চন্দন তৃতীয় বার আমেরিকার সিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি রেলওয়ের সাবেক ডি জি শেখ নজিবুর রহমান সাহেবের দ্বিতীয় ছেলে ও বিশিষ্ট রাজনীতিবিদ শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই।