যারা ইসলামকে বিকৃত করছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ

    1
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৯ফেব্রুয়ারী:“ইসলাম নয়, যারা ইসলামকে বিকৃত করেছে” তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

    ডেনমার্ক এবং ফ্রান্সে হামলার প্রেক্ষিতে ধর্মীয় উগ্রপন্থা নিয়ে হোয়াইট হাউজে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনে একথা বলেন তিনি।

    বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নিয়েছেন।মানুষকে মৌলবাদী করে তোলার বিরুদ্ধে বিশ্বকে লড়তে হবে বলে মন্তব্য করেন মিস্টার ওবামা।তিনি বলেন, যারা ইসলামিক স্টেট বা আল-কায়েদার মতো সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারা ধর্মীয় নেতা নন, সন্ত্রাসী।

    মিস্টার ওবামা কংগ্রেসের প্রতি আনুষ্ঠানিকভাবে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন দেয়ার আহ্বান জানান।

    তবে শুধু সামরিক শক্তি দিয়ে লড়াই করে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না বলে মনে করেন মিস্টার ওবামা সামাজিক ভাবেও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। ওয়েবসাইট