যশোর শার্শায় ডিবি পুলিশের ধাওয়ায় মাদক ব্যবসায়ীর মৃত্যু

    0
    300

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১১আগস্ট,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় ডিবি পুলিশের ধাওয়া খেয়ে পালাতে যেয়ে মৃত্যু হয়েছে আব্দুল মান্নান (৪৬) নামে একজন মাদক ব্যবসায়ীর। এ সময় মান্নানের সহযোগী জোদ্দিন (৫২)কে মাদকসহ আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে শার্শার কন্যাদহ গ্রামে। নিহত আব্দুল মান্নান ঐ গ্রামের আহার আলি মেম্বারের ছেলে।
    পুলিশ জানায়, নিহত মান্নান ও আটক জোদ্দিন দীর্ঘদিন ধরে মাদকের সিন্ডিকেটের সাথে জড়িত এবং সাথে মাদক সেবনও করতো।
    যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, মাদকের আসর বসেছে এমন সংবাদ পেয়ে কন্যাদহ গ্রামে অবস্থিত আহার আলীর দোতলা বিল্ডিং ঘেরাও করা হয়। ওই সময় মান্নান ও মিলন নামে দু’জন পুলিশ দেখে দোতলার জানালা দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। তখন দোতলার কার্নিশে লেগে মাথায় মারাত্মক আঘাত পেয়ে আহত হয় মান্নান। হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। মিলন পালিয়ে যায়। সেখান থেকে জোদ্দিন নামে একজনকে ৫শ’ গ্রাম গাজাসহ আটক করা হয়েছে। তারা ওখানে মাদক সেবন করছিল বলে জানান তিনি।
    ওসি জানান, নিহত মান্নানের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে।