যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকায় তালেবান বন্দিদের মুক্তি

    0
    226

    আমারসিলেট24ডটকম,০৯জানুয়ারীঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সিদ্ধান্ত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তায় ঝুঁকি বলে মনে করে এমন বেশকিছু বন্দিকে মুক্তি দেয়ার।আফগানিস্তানের রাজধানী কাবুলের বাগরাম বিমান ঘাঁটির জেলে তালেবান ও আল কায়েদা সদস্য সন্দেহে আটক রয়েছে এসব বন্দি। যুক্তরাষ্ট্র সম্প্রতি জেলটি আফগান সরকারের হাতে হস্তান্তর করেছে।আটক বন্দিদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকায় তাদেরকে মুক্তি দেয়া হবে বলে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।যুক্তরাষ্ট্র ঝুঁকিপূর্ণ বলে মনে করে এমন ৮৮ জন বন্দির মধ্যে মাত্র ১৬ জনকে বিচার করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ আছে দাবি করে আফগানিস্তান।বাদবাকী বন্দিদের মুক্তি দেয়ার পরিকল্পনা জানিয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্টে হামিদ কারজাইএর মুখপাত্র এতথ্য জানান।