মৌলভীবাজার-৪ আসনে চলছে প্রচারণার লড়াই

    0
    554

    সাদিক অাহমেদ,স্টাফ রিপোর্টারঃ হাতে গুণে মাত্র দুই সপ্তাহ।তারপরেই গোটা দেশ মেতে উঠবে নির্বাচনী উৎসবে।অর্থাৎ দরজায় কড়া নাড়ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক অনুষ্ঠান একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮।

    ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণায় মেতে উঠেছে পুরো দেশ।ব্যতিক্রম নেই মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগগঞ্জ) অাসনেও। অাসনটিতে বাংলাদেশ অাওয়ামীলীগের মনোনীত ও মহা জোটের পক্ষের প্রার্থী হিসেবে অাছেন উপাধ্যক্ষ ড. মোঃ অাব্দুস শহীদ।তার বিপরীতে লড়ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

    এদিকে ইসলামী অান্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে লড়ছেন মাওলানা সালাউদ্দিন।

    সারাদেশের ন্যায় জাতীয় সংসদের ২৩৮ নম্বর এ অাসনটিও পুরোপুরিই সরব নির্বাচনী প্রচারণায়।রাস্তায় রাস্তায় নির্বাচনী প্রচারণার মাইকিং,ঝুলন্ত পোস্টার,লিফলেট সব মিলিয়ে অন্যরকম এক জাঁকজমকপূর্ণ পরিবেশ বিরাজ করছে অাসনটিতে।ঘর থেকে বের হলেই শুনা যাচ্ছে নির্বাচনী প্রচারণা মাইকিং।কোথাও দেখা যাচ্ছে নৌকার পোস্টার,কোথাও অাবার ধানের শীষ।কখনোও শোনা যাচ্ছে ‘ঝিলমিল ঝিলমিল করে রে শহীদ ভাইয়ের নাও’।অাবার কখনোও শোনা যায় ‘মাই ঝিয়ারী বলে যাই, ধানের শীষে ভোট চাই’ এমন নির্বাচনী প্রচারণার গান।সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে বেশ জোড়েসুরেই চলছে নির্বাচনী প্রচারণা।আর তা উপভোগ করছেন এলাকার সাধারন ভোটাররা।
    তবে কে হবে মৌলভীবাজার-০৪ এর মেম্বার অব পার্লামেন্ট ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শ্রীমঙ্গল-কমলগঞ্জের জনগণের মাথায়।রাস্তাঘাট,বাসাবাড়ি,হোটেল,চায়ের দোকানেও প্রতিনিয়ত অালোচনা হচ্ছে নির্বাচন নিয়ে।কেউ কেউ বলছে এবারও এমপি হবেন অাব্দুস শহীদ।কেউ পাল্টা জবাবে বলছে হিসাব উল্টে যেতে পারে।
    তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন অাসনটির সাংসদ,কে বসছেন জাতীয় সংসদের ২৩৮ নম্বর অাসনে তা জানার আমাদের আরও অপেক্ষা করতে হবে কয়েকদিন।

    Attachments area