মৌলভীবাজার ১০ টাকা ধরের চালের কার্ড উদ্বোধন

    0
    195

    আলী হোসেন রাজন,মৌলভীবাজার: করোনাভাইরাস সঙ্কটের মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখে ১০ টাকা কেজি ধরের বিশেষ ওএমএসের চাল কিনতে দীর্ঘ লাইন। করোনা ভাইরাস বিস্তারের শঙ্কা থাকায় গত ১৩ এপ্রিল এই কার্যক্রম স্থগিত করেছিল খাদ্য মন্ত্রণালয়।
    নতুন তালিকা করে খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এসব পরিবারকে প্রতি মাসে ১০ টাকা কেজি ধরে চাল দেয়া হবে।
    এরই অংশ হিসেবে শনিবার (০২ মে) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউন্সিলর মনোবীর রায় মঞ্জু ,পৌর মেয়র ফজলুর রহমানকে সাথে নিয়ে মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ১০ টাকা কেজি ধরে চাল গ্রহণের কার্ড বিতরণের উদ্বোধন করেন।
    এসময় মেয়র ফজলুর রহমান বলেন করোনা ভাইরাস জনিত কারনে নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ হাজার বিশেষ ওএম এস কার্ড বিতরণ করার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। পরবর্তীতে আরো ২ হাজার সহ মোট ৮ হাজার কার্ড বিতরণ করা হবে। একটি কার্ডে একজনে ১০ টাকা ধরে ২০০ টাকায় ২০ কেজি চাল নিতে পারবেন।
    এসময় আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়স্ত্রক বিপ্লব চন্দ্র দাস,প্রেসক্লাব সাধারন সম্পাদক পান্না দত্ত সহ পৌরসভার কর্মকতা কর্মচারী বৃন্দ।