মৌলভীবাজার সরকারি কলেজে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৭

    0
    187

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫মে,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার সরকারি কলেজে কথাকাটাকাটির জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের মহিলা হোস্টেলের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৭জন কর্মী গুরুত্বর আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা আওয়ামীলীগরে সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন গ্রুপের ছাত্রলীগ কর্মী তানবীর আহমদ তমাল ক্যাম্পাসে তার মেয়ে বন্ধুকে নিয়ে বসে গল্প করছিল। এসময় পৌর মেয়র ফজলুর রহমান গ্রুপের ছাত্রলীগ কর্মীরা কলেজে প্রবেশ করে তাদেরকে এই জায়গা থেকে সরে যেতে বলে। তখন উত্তেজিত দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

    ঘটনায় আহতরা হলেন, মিনহাজ আহমদ দিপ (১৯), ফয়জুর রহমান (১৭), ময়নুল হোসেন (২২) সামাদ আহমদ (১৮), আহমেদ অপু (২০) ইমন আহমদ (১৭) তানভির আহমদ তমাল(২১)।

    তাদের মধ্যে দিপ আহমেদ ও তানভির আহমদ তমালের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এ বিষয়ে মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল আলী বলেন, আহত ছাত্রদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩ জনের অবস্থা আশংষ্কাজনক থাকায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।