মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে টিকাদান কর্মসূচি চলমান

    0
    223

    আলী হোসেন রাজন মৌলভীবাজারঃ জনসাধারণের স্বার্থে এবং গর্ভবতী মা ও শিশুদের কথা চিন্তা করে মহামারী করোনা ভাইরাসের সময় মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের নিজ উদ্যোগে মা ও শিশুদের বিভিন্ন ধরনের টিকাদান কর্মসূচি চলমান রেখেছেন।

    সকালে মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ে টিকাদান কর্মসূচিতে দেখা যায় প্রতিদিন ৭০/৭৫ জন ০ থেকে ১৫ মাস শিশুকে পোলিও, বিসিজি,পেন্তা, আইপিভি,পিসিভি,হাম ও মায়েদের জন্য টি.টি দিয়ে থাকেন।

    এব্যাপারে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন মা ও শিশুদের সুস্বাস্থ্য রক্ষার জন্য করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে টিকাদান কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি,তাছাড়া স্বাস্থ্য রক্ষার জন্য যাবতীয় হ্যান্ড সেনিটাইজার জীবাণুনাশক স্প্রে দিয়ে থাকি।