মৌলভীবাজার পুলিশ সুপার শাহজালালের রাষ্ট্রপতি পদক

    0
    233

    সাদিক আহমদ নিজস্ব প্রতিনিধিঃ পেশাগত  কাজের প্রতি সততা নিষ্ঠা ও জঙ্গি তৎপরতা কঠোরভাবে দমন ও সর্বোচ্চ সাহসিকতার কারনে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, বিপিএম, এবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে এই পদক গ্রহণ করবেন  তিনি।

    অপরাধ দমনে সাহসিকতা, সেবা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সারা দেশে ৩৪৯ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়। আজ মঙ্গলবার উপসচিব ফারজানা জেসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

    এ বছর পুলিশের ৪০ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখায় ১০৪জনকে বিপিএম-সেবা ও ১৪৩ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম-সেবা প্রদান করা হয়েছে।

    প্রধানমন্ত্রী পুলিশের সেরা কর্মকর্তা ও সদস্যদের প্রতিবছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করেন পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের বিবেচনায় এ পদক দেয়া হয়।