মৌলভীবাজার জেলা যুবলীগ বর্ধিতসভা অনুষ্ঠিত

    0
    229

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯মার্চ,আলী হোসেন রাজন,মৌলভীবাজারঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলা যুবলীগ কার্যক্রমে সরব হয়ে উঠছে। এ লক্ষ্যে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জরুরী বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৬ সাংগঠনিক উপজেলার সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

    জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ আহমদের স ালনায় ও  জেলা যুবলীগ সভাপতি, পৌর মেয়র ফজলুর রহমান সভাপতিত্বে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ফজলুল হক আতিক। জানা যায়, ২০০৪ সালে গঠিত হওয়া মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটিতে  চলছে কার্যক্রম।

    জেলা যুবলীগের জরুরী বর্ধিতসভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ এপ্রিলের মধ্যে সব সাংগঠনিক উপজেলার সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করার সময়সূচি নির্ধারণ করা হয়। ইতিমধ্যে বড়লেখা উপজেলা কমিটির সম্মেলন সম্পন্ন হয়েছে। এরপর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান জানান, আ’লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৯ সালের জাতীয় নির্বাচন কেন্দ্রিক জেলা যুবলীগকে কার্যক্রমে সংগঠিত করায় জরুরী বর্ধিতসভার আয়োজন করা হয়। সব উপজেলা কমিটির সম্মেলনের পর মে মাসের প্রথম সপ্তাহে জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।

    এ সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ সহসভাপতি, বড়লেখার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌর কমিটির সভাপতি, মেয়র জুয়েল আহমদ, সভাপতি আনোয়ার হোসেন, শ্রীমঙ্গলের সভাপতি বেলায়েত হোসেন, রাজনগরের বদরুল ইসলাম, কুলাউড়ার আব্দুল বাছিত, জুড়ীর আব্দুল খালিক সোনা প্রমুখ।