মৌলভীবাজার জেলা প্রশাসকের ঘোষণা,না মানলে ব্যবস্থা

    0
    291

    “ঈদের পরদিন থেকে ৩০ মে ২০২০ পর্যন্ত নিম্নলিখিত প্রতিষ্ঠান ব্যতীত সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ”

    নিজস্ব প্রতিনিধিঃ  শনিবার ২৩শে মে ২০২০ তারিখে দোকানপাট নিয়ে এক গণবিজ্ঞপ্তি ঘোষণা প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসন। বর্তমান দেশব্যাপী করুন ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে ক্রমাগত জেলার বিভিন্ন অঞ্চলে রোগীর সংখ্যা বেড়েছে জেলা প্রশাসক নাজিয়া শিরিন (জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি) মৌলভীবাজারের স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে জেলার সকল নাগরিকের জ্ঞাতার্থে ঈদের পরদিন থেকে ৩০ মে ২০২০ পর্যন্ত নিম্নলিখিত প্রতিষ্ঠান ব্যতীত সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছেন জেলা প্রশাসক। আরও ঘোষণা করা হয়েছে যে, জনস্বার্থে জারীকৃত আদেশ অমান্য করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
    প্রকাশিত নির্দেশনায় জেলার মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় হাসপাতাল, ফার্মেসী এবং (জরুরী সেবা) ব্যতীত সকল প্রকার দোকানপাট, প্রতিষ্ঠান, জরুরী পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি আওতাবহির্ভূত থাকবে।”