মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের রাষ্ট্রপতি পুলিশ পদক গ্রহন

    0
    235

    নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পদক লাভ করেছেন।

    পুলিশ সপ্তাহ উপলক্ষে সোমবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে এই পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জেলা সুপার মোহাম্মদ শাহ জালাল, বিপিএম জঙ্গি ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি এই পদক যাচ্ছেন।
    শাহ জালাল ২১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৩ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেন।
    উল্লেখ্য, শাহ জালাল ২০১৫ সালের ৬ জুলাই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পুলিশ সপ্তাহ ২০১৮ তে তিনি প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম -সেবা’ পদকে ভূষিত হন।সংবাদ লেখাকালীন পর্যন্ত সময়ে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।